দেলদুয়ারে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

তনয় বিশ্বাস, টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:১৭ পিএম, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | ১০৭২

প্রবাসীদের উদ্যোগে টাঙ্গাইলের দেলদুয়ারে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে এসএসবি নব জাগরণ আদর্শ উন্নয়ন ক্লাবের সহযোগিতায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি ও সড়ইবাড়ি গ্রামের শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এসএসবি নব জাগরণ আদর্শ উন্নয়ন ক্লাবের সভাপতি মনির হোসাইন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, ডা, রিপন মিয়া, জনি মিয়া, রুবেল মিয়া, নজরুল ইসলাম, ইব্রাহিম মিয়া প্রমুখ।

৪০ জন প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ১৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ, আধা কেজি মুড়ি, সোলা এক কেজি, সাবান একটি, আলু দেড় কেজি, চিনি এক কেজি, ৯ টা খাবার স্যালাইন দেওয়া হয়।