বাসাইলে এমপির খাদ্য সামগ্রী বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, বুধবার, ১ এপ্রিল ২০২০ | ৬৩১

টাঙ্গাইলের বাসাইলে করোনার কারণে লগডাউন হওয়া কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

বুধবার দুপুরে বাসাইল বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৪০০ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারা সামাজিক দুরত্ব বজায় রেখে এই সামগ্রী গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী কমিশনার (ভম) ফজলে এলাহী, অফিসার ইনচার্জ ওসি) এস এম তুহীন আলী, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক প্রমুখ।