ধনবাড়ীতে জীবানুনাশক স্প্রে ও ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩০ পিএম, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | ৫৪৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল রানার উদ্যেগে বৃহস্পতিবার ২৬ মার্চ  দুপুরে ধনবাড়ী ব্যাসস্ট্যান্ড এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে ধনবাড়ী শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক ঔষুধ ছিটিয়েছে ধনবাড়ী ফায়ার সার্ভিস।

এ কার্যক্রমের উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, এসময় ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া, কমিশনার নূর মোহাম্মদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক টিটু, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, সাংবাদিক হাফিজুর রহমান, ইউনুছ আলী উপস্থিত ছিলেন।

পরে ধনবাড়ী বাজারের দ্রব্যমূল্যের দাম বেশী রাখায় একটি ফলের দোকান ও একটি ঔষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।