সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে ১ জনের কারাদন্ড

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | ৫৮৬

সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে ঝিনাইদহে আব্দুর রাজ্জাক মাসুম (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ দন্ডাদেশ প্রদাণ করেন।

আদালত সুত্রে জানা যায়, দুপুরে শহরের মডার্ণ মোড়ে আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির। এসময় আব্দুর রাজ্জাক মাসুম সেখানে উপস্থিত হয়ে কাজে বাঁধা সৃষ্টি করে।

এ অপরাধে তাকে আটক করে দন্ডবিধি ১৮৬ মোতাবেক ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত আব্দুর রাজ্জাক মাসুম শহরের কাঞ্চননগর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।