বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কালিহাতীতে আমগাছের চারা ও পাট বীজ বিতরণ

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধ
প্রকাশিত: ০৩:১৬ পিএম, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০ | ৪৫০

টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশের জাতীয় গাছ ১০০টি আম গাছের চারা ও ২০০ প্যাকেট তোষা পাট বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল চত্তর থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের অর্থায়নে ১০০টি আম গাছের চারা ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ২০০ প্যাকেট তোষা পাট বীজ বিতরণ করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুকুজ্জামান, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।

পরে কালিহাতী সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘কালিহাতী কণ্ঠ’ নামের একটি দেয়াল পত্রিকার বিশেষ সংখ্যার উদ্ভোধন করেন অতিথিবৃন্দ।