টাঙ্গাইলে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫০ পিএম, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | ৬৫৮

“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে ও করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে প্রেসক্লাবের সামনে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষ ও পথচারীদের লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান আনিছ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন প্রমুখ।