ধনবাড়ীতে মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০ | ৫১৬

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ীতে হিন্দুধর্মালম্বীদের ২৪ প্রহরব্যাপী অষন্ড তারকাব্রক্ষ হরিনাম সংকীর্তনযজ্ঞ ও অষ্টকালীন লীলা কর্তন মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারী থেকে জাকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান শুরু হয়েছে। শেষ হবে আজ ১৯ জানুয়ারী ২০ ইং রবিবার।

ধনবাড়ী বাসস্ট্যান্ডস্থ স্বর্গীয় সুধীর কুমার হোড় মহাশয়ের পূণ্যভূমিতে এ অনুষ্ঠান চলছে।

শনিবার সন্ধ্যায় ধনবাড়ীর বিশিষ্ট সমাজসেবক নূরানী কনস্ট্রাকশনের পরিচালক খন্দকার তারিকুল ইসলাম তারেক অনুষ্ঠান পরিদর্শন করেন।

এসময় তিনি হিন্দুধর্মালম্বীদের উদ্দ্যেশে নানামূখী গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন মহানামযজ্ঞানুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি কেশব চন্দ্র দাস, সাধারন সম্পাদক অসীম কুমার দাস, বাবু নিপেন্দ্র মোদক, বিনয় কৃষ্ণ তালুকদার, নিতাই চন্দ্র দে, বিশ^নাথ ভদ্র, স্বপন কুমার ঘোষ, প্রবীর কুমার সরকার, রাজীব ভদ্র অপু সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গর্নমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মহানামযজ্ঞানুষ্ঠানে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মলম্বীর ভক্তবৃন্দদের ঢল নামে।