এসি বিস্ফোরণে সাংবাদিকপুত্রের করুণ মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ | ৪৯৪

রাজধানীর বাড্ডার আফতাবনগরের একটি বাসায় এসি থেকে লাগা আগুনে পুড়ে স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্বপ্নীল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে গ্লোবাল টিভিতে কর্মরত তিনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের দশম তলায় পিয়াসদের বাসা। বৃহস্পতিবার ভোরে এসির কম্প্রেসর বিস্ফোরিত হয়ে বাসার একটি কক্ষে আগুন লাগলে পিয়াস দগ্ধ হন।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।