ঝিনাইদহের ৫ পৌরসভার বেতন বাকী সোয়া ৮ কোটি টাকা

ঝিনাইদহ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০১৭ | ৬৬৫

ঝিনাইদহ জেলার ৫টি পৌরসভা চরম আর্থিক সংকটে পড়েছে। বেতনবৃদ্ধির কারণে পৌরসভার নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছে না।

ফলে মাসের পর মাস বেতন হচ্ছে না তাদের। এই অবস্থায় অস্বস্তিতে পড়েছে পৌর প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর পৌরসভা ব্যতিত জেলার ৫টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা বেতন বাবদ ৮ কোটি ১৫ লাখ টাকা পাবেন। এর মধ্যে সবচে বেশি বকেয়া পড়েছে কোটচাঁদপুর পৌরসভায়।

এখানে ২৪ জন পুরানো স্টাফের ২৮ মাস ও নুতন যোগদান করা ৮ জনের বকেয়া ১২ মাসের বেতনসহ ৩ কোটি ৬৪ লাখ টাকা বকেয়া পড়েছে।