গোপালপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪০ এএম, বুধবার, ৩১ জুলাই ২০১৯ | ৬৪৪

গুঁজব ও রটনা বন্ধে এক মতবিনিময় সভা আজ বুধবার টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের আনন্দময়ী নাট মন্দিরে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর শাখার উদ্যোগে এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল। প্রধান অতিথি ছিলেন ওসি মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, পূজা উদযাপন কমিটির সহসভাপতি পিযুশ কান্তি সাহা, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অমূল্য চন্দ্র বৈদ্য, আনন্দ সরকার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।