টাঙ্গাইলে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ১০:১৬ পিএম, সোমবার, ২৯ জুলাই ২০১৯ | ৫০৬

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের যগ্ন সম্পাদক আশাফুজ্জামান স্মৃদি, অতিরিক্ত পুলিশ সুপার সদর থানার সার্কেল রেজাউর রহমান রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সেলিম আহম্মেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।