মির্জাপুরে তিনদিনব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলা উদ্বোধন

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৯ এএম, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | ৬২৩

টাঙ্গাইলের মির্জাপুরে তিনদিনব্যাপি ফলদ ও বনজ বৃক্ষ মেলার শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।

মেলা উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, কৃষক চান মিয়া, সোলাইমান মিয়া প্রমুখ।

মেলায় মোট ১৬ টি স্টল রয়েছে। এরমধ্যে ফলদ বনজ ঔষধী বৃক্ষের সাথে বিষমুক্ত ফলের একটি স্টল।এছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও প্রতিবেদন উপস্থাপনের জন্য কৃষি অফিসেরও স্টল রয়েছে বলে উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান জানিয়েছেন।