আজ ২৩ উপজেলায় শেষ ধাপের ভোটগ্রহণ চলছে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, সোমবার, ১৭ জুন ২০১৯ | ৫৭৮

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ২৩ উপজেলায় মঙ্গলবার (১৮ জুন) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন (ইসি) বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করবে।

সকালের দিকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে। পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ভোট নেয়া হচ্ছে ইভিএম পদ্ধতিতেও । এবার ৬টি উপজেলা পরিষদের সবগুলো কেন্দ্রে ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে দেশের ১৬টি উপজেলায় ভোটগ্রহণের কথা থাকলেও আগের ৪ ধাপের স্থগিত হওয়া ৭টি উপজেলা পরিষদের ভোটগ্রহণও চলছে আজ।

ইতোমধ্যে ভোটগ্রহণ উপলক্ষে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বিজিবিও মোতায়েন করা হয়েছে।