বিশ্বকাপের মূল বাছাইপর্বে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ | ৮৭৮
২০২২ সালের কাতার বিশ্বকাপের চূড়ান্ত বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ। প্রাক-বাছাইয়ের দ্বিতীয় লেগে লাওসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টাইগাররা। ফলে প্রথম লেগে ১-০ গোলের জয়েই চূড়ান্ত বাছাই পর্ব নিশ্চিত করেছে লাল-সবুজের দলটি।


মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লাওসের ওপর আধিপত্য দেখায় স্বাগতিক দল। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামাল ভূইয়ার দল। দারুণ ফুটলব প্রদর্শন করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাতেও অবশ্য কোনো সমস্যা হয়নি। বিশ্বকাপের মূল বাছাইপর্বে সুযোগ পেয়ে গেছে।