বাসাইলে ‘ঠিকানা’র ছাগল পেলেন ২৭টি অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০১ এএম, রোববার, ২ জুন ২০১৯ | ১০২৬

টাঙ্গাইলের বাসাইলে সমাজের দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (২জুন) দুপুরে উপজেলার কলিয়া গ্রামে ‘ঠিকানা’র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৭টি পরিবারের মাঝে ছাগলগুলো বিতরণ করা হয়। এসময় ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল, নেত্রকোনা সরকারি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জুলহাস আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ ২০১৭ সাল থেকে অসহায় ও দুুস্থ মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।