মধুপুরে ফাঁসিতে ঝুলে গারো যুবকের আত্মহত্যা

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৪ এএম, বুধবার, ২২ মে ২০১৯ | ৫৬১

টাঙ্গাইলের মধুপুরে ফাঁসিতে ঝুলে ইনার নকরেক নামে এক গারো আদিবাসি যুবক আত্মহত্যা করেছে ।

নিহত ইনার নকরেকের বাবা রবেন রিচিল জানান, মঙ্গলবার রাতে বাড়ীর পরিবারের লোকজনের অজান্তে বসতবাড়ীর পাশের জাম্বুরা গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্ম্যা করেন। সকালে বাড়ীর লোকজন পাশের জাম্বুরা গাছে ইনার নকরেক এর ঝলুন্ত লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, এব্যাপারে নিহতের বড় ভাই বাদী হয়ে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মামলা নং-০৯ তারিখ:-২২-০৫-১৯ইং।