টাঙ্গাইলে ৩২ জুয়াড়ী গ্রেফতার

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৫:৩৯ এএম, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ | ৭৯৩

টাঙ্গাইলে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

সোমবার রাতে টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতল ক্লাব থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ১৯০ টাকা, বিভিন্ন রংয়ের ৪৩৯ টি তাশ, জুয়া খেলার ১৫০ টি কয়েন উদ্ধার করা হয়। 

পরে মঙ্গলবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) এর উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আকুর-টাকুর পাড়া বটতলা মোড় এলাকার বটতলাক্লাবে জুয়া খেলা চলছে। পরে সেখানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৩২ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত জুয়ারীদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।