বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯ | ৪৮৬
ফাইল ছবি

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা চেকপ্রদান অনুষ্ঠানে যোগদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার (১০ এপ্রিল) সকালে অনুষ্ঠানস্থলে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬শ’ ফেলো উপস্থিত রয়েছেন। তারা নিজ নিজ চেক গ্রহণ করবেন। ৬শ’ জনের তালিকা প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে।