পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ এএম, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ | ৫৫৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখাপাত্র জানিয়েছেন, সোমবার (০৮ এপ্রিল) ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। সেখানকার একটি বাথরুম থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরেক মুখপাত্র জানান, ‘শট সার্কিটের মাধ্যমে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন লাগার প্রর দ্রুত সেখানে দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আগুন লাগার পরপরই ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তাছাড়া ভবনের সব অরক্ষিত আছে। যখন আগুন লাগার ঘটনাটি ঘটে তখন ভবনের ভেতরে প্রধানমন্ত্রী ইমরান খান বৈঠক করছিলেন।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরও নাকি ইমরান খান বৈঠক ছেড়ে উঠেননি। প্রথমে নাকি অন্যান্যদের বের করে তারপর নিজে সেখান থেকে বের হয়েছেন তিনি।