মাদক পাচারের অভিযোগ

মাদুরোকে মার্কিন আদালতে হাজির করা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ | ৯৮

নিকোলাস মাদুরোকে আজ সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি আদালতে প্রথমবারের মতো হাজির করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের তোলা ‘নার্কো-সন্ত্রাসবাদের’ অভিযোগের ভিত্তিতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) নিউ ইয়র্কের এক বিচারকের সামনে তোলা হবে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, মাদুরো ও তার স্ত্রীকে আদালতে হাজির করার বিষয়টি একটি সংক্ষিপ্ত কিন্তু বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বিচার নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা হতে পারে।

মাদুরোর আইনজীবীরা তাকে আটকের বৈধতাকে চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের যুক্তি, একটি বিদেশি রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিচার থেকে দায়মুক্তি (ইমিউনিটি) পাওয়ার অধিকারী। যদিও যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।

মাদুরোর বিরুদ্ধে তার স্ত্রী, ছেলে এবং আরো তিনজনের সঙ্গে মিলে মাদক কার্টেলগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।