মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেয়া হচ্ছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ | ১৩৯
ফাইল-ছবি

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শনিবার সকালে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমা নিউইয়র্কে নিয়ে আসছে। খবর সিবিএস নিউজ।

এ সময় ট্রাম্প বলেন, হেলিকপ্টারে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন—আমি নিশ্চিত তারা উপভোগ করেছেন। তবে তারা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।

সপ্তাহখানেক আগে মাদুরোর সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, এটি (মাদুরোর সঙ্গে কথা বলা) একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত ছিল। ...আমি নিজেই তার সঙ্গে কথা বলেছি। তখন আমি বলেছিলাম, হার মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে।

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে মাদক–সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার দায়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সে সময় তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে শিগগিরই আমেরিকান আদালতে, আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।