নাটোরে তিন’শ রোগীকে বিনামূল্যে চমশা প্রদান


নাটোরের বড়াইগ্রামে ‘চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিন এবং অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত হোন” এই প্রতিপাদ্যে দরিদ্র রোগীদের দিনব্যাপী চক্ষু চিকিৎসা, বিনামূল্য চশমা প্রদান ও লেন্স স্থাপনের জন্য চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার মানবিক সাহায্য সংস্থা আইকেয়ার প্রজেক্ট ও অধ্যাপক এমএ মতিন মেমোরিয়াল বিএনএমবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ বড়াইগ্রাম পৌরসভা চত্ত্বরে যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করে।
পৌর মেয়র আব্দুল বারেক সরদার এ চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্যাম্পে সাত শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে সাড়ে তিন’শ রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও ৬৬ জন দরিদ্র রোগীকে ফ্রি অপারেশন ও চোখে লেন্স স্থাপনের জন্য নিয়ে যাওয়া হয়।