স্বামীর জন্য ভোট চাইছেন নাজমুল হুদা নবীনের স্ত্রী


আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম সম্মানিত উপদেষ্টা নাজমুল হুদা নবীনের স্ত্রী তানজিরা শারমিন জুঁহী।
২০ মার্চ বুধবার সারাদিন ঘারিন্দা ইউনিয়ন,করটিয়া ইউনিয়ন, দাইন্যা ইউনিয়ন,কাগমারা,নিরালা মোড়,জেলা সদর রোড,ভিক্টোরিয়া রোডে তানজিরা শারমিন জুঁহী জনগণের কাছে তালা মার্কায় ভোট চেয়েছেন।
এসময় আলোকিতপ্রজন্ম.কম এর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন স্ত্রী হিসেবে বলতে চাই নাজমুল হুদা নবীন একজন ভাল মানুষ। আর কোনো ভাল মানুষ কখনও খারাপ কাজ করতে পারে না।
কাজেই আপনাদের মাধ্যমে টাঙ্গাইল সদর উপজেলাবাসীর নিকট আমি শুধু একটা কথাই বলতে চাই, ৩১ তারিখ নির্বাচনে নাজমুল হুদা নবীনকে আপনারা তালা মার্কায় ভোট দেবেন।