মির্জাপুরে বিশ্ব শ্রবণ দিবস পালিত


টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শ্রবণ দিবস পালিত হয়েছে। রোববার কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে এই বিশ্ব শ্রবণ দিবসটি পালিত হয়েছে।
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে সকালে কুমুদিনী হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং স্কুল এন্ড কলেজ এবং ভারতেশ্বরী হোমসের ডাক্তার,নার্স ও ছাত্রীরা একটি র্যালি বের করেন। র্যালিটি কুমুদিনী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ডা. বি পি পতি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ভাষা সৈনিক প্রতিভা মুৎসদ্দি। কুমুদিনী হাসপাতালের নাক কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার ডা. আজাদের সভাতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডা. আব্দুল হালিম, প্রক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, ডা. দীপন কুমার সরকার, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হক, সাংবাদিক ও কবি জহিরুল ইসলাম শেলী, কুমুদিন নার্সিং স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার প্রমুখ।