প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, রোববার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯ | ৫৩০

টাঙ্গাইলে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ঈমামদের কে নিয়ে উপজেলা সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারী ) সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে এ সম্মেলন অুনষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। এসময় তিনি বলেন
উপজেলায় জঙ্গি তৎপরতা, আইন শৃঙ্খলা, মাদক নির্মূল বিষয়ে ঈমামরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কাজেই আপনারা সজাগ থেকে সমাজ ও দেশকে জঙ্গি এবং মাদক নির্মূল সহয়তা করবেন।

মোহাম্মদ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাজাহান আনসারী,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।