মির্জাপুরে শিক্ষার্থীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে ঘটনায় মামলা

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০৬:১০ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ৬৬২

টাঙ্গাইলের মির্জাপুরে দুই বখাটে ইভটিজিং করে পালিয়ে যাওয়ার সময় ছয় শিক্ষার্থীর ওপর দিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে আহত করার ঘটনায় মির্জাপুর থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ২০।

সোমবার আহত শিক্ষার্থী শাওনের চাচা চান মিয়া বাদী হয়ে দুইজনকে আসামি করে এ মামলা করেন বলে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানিয়েছেন।

এদিকে ঘটনার প্রধান আসামি হৃদয়কে সোমবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে মির্জাপুর থানা পুলিশ। বখাটে হৃদয় উপজেলার ভাওড়া ইউনিয়নের চানপুর গ্রামের জাবেদ আলী মিয়ার ছেলে। মামলার অপর আসামি হৃদয়ের সহযোগী একই ইউনিয়নের পাইখার ভাওড়া গ্রামের শাজাহান রহিমের ছেলে।

উল্লেখ্য, রোববার সকাল ৯টার দিকে উপজেলার হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সামনে উপজেলার চানপুর গ্রামের জাবেদ আলীর ছেলে হৃদয় ও পাইখার ভাওড়া গ্রামের শাজাহানের ছেলে শিশির মেয়েদের ইভটিজিং শেষে বেপরোয়াভাবে ছয় শিক্ষার্থীর ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে হাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী অষ্টম শ্রেণির শিলা আক্তার, নার্গিস আক্তার, শায়েলা আক্তার, স্মৃতি আক্তার, ষষ্ঠ শ্রেণির ইতি আক্তার ও এসএসসি পরীক্ষার্থী শাওন গুরতর আহত হয়। এদের মধ্যে শাওন ও শিলার পা ভেঙ্গে যায়। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা বখাটে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। বখাটে শিশির পালিয়ে যায়।

মির্জাপুর থানার থানার অফিসাসর ইনচার্জ একে এম মিজানুল হক জানান, বখাটে শিশিরকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।