লালপুরে দুর্বৃত্তদের হাতে নিহত পৌর কাউন্সিলরের দাফন সম্পন্ন

লালপুর ( নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৪৮৪

প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হাতে নিহত নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সদস্য জামিরুল ইসলামের (৪২) দাফন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার সময় উপজেলার বিরোপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলাম, পৌর কাউন্সিলরগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণ।

উল্লেখ্য রোববার বেলা ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথাড়ী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।