কক্সবাজার-১

ডুলাহাজারাতে নব নির্বাচিত এম পি জাফরের গণ সংবর্ধনায় মানুষের ঢল

চকরিয়া সংবাদদাতা
প্রকাশিত: ০২:১১ পিএম, রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | ৪৩২
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৪৫ বছরের রেকর্ড ভেঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় সাংসদ নির্বাচিত হওয়ায় গত ১২ জানুয়ারী বিকেল ৪টায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ নারী-পুরুষের উচ্ছাসিত ঢল নেমেছে। 
 
উক্ত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের নব নির্বাচিত সাংসদ আলহাজ্ব জাফর আলম (এম পি)। প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জিতলেই জিতে যাবে মা, শেখ হাসিনা জিতলে জিতে যাবে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকার বদ্ধ পরিকর। তাই নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, স্বাধীনতার প্রতীক।
 
যে নৌকার স্লোগানে এ দেশ বঙ্গবন্ধুর হাত দিয়ে পরাধীন মুক্ত হয়েছিল সেই নৌকা দিয়েই এ দেশকে বিশ্বও দরবারে উন্নত ও সু-শিক্ষিত জাতি হিসেবে দাড় করিয়ে ছাড়বে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সরকার এ দেশকে সমৃদ্ধির অগ্রযাত্রার পথে পাড়ি জমিয়েছে। এতে আমিও আপনাদের অবিভাবক কিংবা ৪ লক্ষ মানুষের খাদেম হিসেবে আগামী ৫ বছরের মধ্যে মাননীয় নেত্রীর আর্থিক ও সার্বিক সহযোগতিার মাধ্যমে অত্র চকরিয়াকে মেগা সিটিতে রুপান্তর করতে বদ্ধ পরিকর।
 
এছাড়া চকরিয়া-পেকুয়াতে আর কোন দখলবাজ,ডাকাত, চোর, মাদক কারবারী, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করে যাব। আমি নির্বাচনী ইশতেহার মতে ক্রমান্বয়ে সমস্ত ওয়াদা পূরণের মাধ্যমে চকরিয়ার চেহারাকে উঠন্ত সূর্যদ্ধয়ের হাসিমূখ ফুটিয়ে ছাড়ব। জাতি ধর্ম-বর্ণ নিবিশেষে মিলে মিশে থেকে দেশ বা জাতীকে এগিয়ে নিতে সরকারকে সর্বাত্তক সহযোগিতা দিয়ে আমরা প্রমাণ করব, চকরিয়ার মাটি উন্নয়নের প্রতীক বা স্বাধীনতার প্রতীক, নৌকার ঘাঁটি হিসেবে সাজিয়ে  তুলবে বলে উল্লেখ করেন তিনি।
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়মীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউপির ৩বারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদ সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুল করিম সাইদী, মুক্তার আহমদ, সাবেক কমিশনার সৈয়দ আলম ও শাহনেওয়াজ তালুকদার। এছাড়াও চকরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, ডুলাহাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধুরী সহ প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডুলাহাজার ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি আলহাজ¦ জামাল হোছাইন। অত্র অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।