মির্জাপুরে ফ্রি ডেন্টাল ও ফিজিও হেলথ ক্যাম্পে সহস্রাধিক লোককে সেবা প্রদান

শামসুল ইসলাম সহিদ
প্রকাশিত: ০১:২৭ পিএম, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ | ৯১৭

টাঙ্গাইলের মির্জাপুরে ফ্রি ডেন্টাল ও ফিজিও থেরাপি হেলথ ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র লোককে সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা বংশাই স্কুল এ্যান্ড কলেজে মির্জাপুর ভার্সিটি সার্কেল এই ক্যাম্পের আয়োজন করে।

সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ভার্সিটি সার্কেলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব ) মোশারফ হোসেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্সিটি সার্কেলের সভাপতি প্রফেসর ড. ফজলুল হক, সাধারন সম্পাদক ডা. অনুপম পোদ্দার, প্রতিষ্ঠাতা সদস্য মো: মিজানুর রহমান সিইও, জে এম আই ফার্মাসিউটিক্যালস ঢাকা, অধ্যাপক সোলাইমান কবির, অধ্যাপক বিশ্বজিৎ সাহা, সাবেক সাধারণ সম্পাদক মো. বদর উদ্দিন, পুবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাদিকুল ইসলাম, ডা. হারুনুর রশিদ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে ২৫ জন ডেন্টিস¡ ৬ জন ফিজিও থেরাপিষ্ট দিনব্যাপি ফ্রি ডেন্টাল ও ফিজিও থেরাপি হেলথ ক্যাম্পে অন্তত সহস্রাধিক দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা ও ঔষধ প্রদান করেন।