দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় পিথাই , সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ এএম, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | ৪৩৬

ঘূর্ণিঝড় পিথাই (PHETHAI) দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে বর্তমানে ভারতের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এলাকায় অবস্থান করছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার বাংলাদেশের ৪টি সমুদ্র বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত পিথাই দুর্বল হয়ে এলেও আবহাওয়া পরিস্থিতির কারণে সতর্ক সংকেতের গুরুত্ব বাড়িয়ে ৩ নম্বর সংকেত দেখানো হয়।

পিথাইয়ের প্রভাবে সোমবারের মতো মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ভারতের অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে এটি দুর্বল হতে হতে প্রথমে নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পিথাইয়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ
আশ্রয়ে থাকতে বলা হয়েছে।