ঠাকুরগাঁওয়ে প্রাক-বড়দিন উদযাপন


ঠাকুরগাঁওয়ে প্রাক-বড়দিন উদযাপন ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে সদর উপজেলার বড়গাঁ মোলানখুরীর কালভেরী ব্যাপিষ্ট চার্চে এ অনুষ্ঠান ও শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কালভেরী ব্যাপিষ্ট চার্চের পালক হেমন্ত রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় কেক কেটে প্রাক বড়দিনের অনুষ্ঠানের শুভ সুচনা করেন তিনি। পরে শিশুদের মাঝে নতুন কাপড়, বাই-সাইকেল সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কালভেরী ব্যাপিষ্ট চার্চ আঁধারদীঘির পালক লক্ষীন্দ্রনাথ সিংহ বড় দিনের তাৎপর্য তুলে ধরেন।