টাঙ্গাইল-৭

আদালত থেকে নির্বাচনী মাঠে বিএনপি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০ এএম, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ | ৫৪১

টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় এখন আদালত থেকে নির্বাচনী মাঠে প্রচারনা শুরু করেছে বিএনপি। বিএনপি মনোননিত প্রার্থী সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এক মাস জেল হাজতে থাকায় বিএনপি নির্বাচনী মাঠ থেকে দুরে ছিল বলে দলীয় সূত্রে প্রকাশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক দুইবারের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বেই তিনি ঢাকা থেকে গ্রেফতার হন। পরে পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় তিনি এক মাস কারা ভোগ করেন। তখন স্থানীয় বিএনপি ঝিমিয়ে পড়ে। দলীয় কার্যালয় বন্ধ সহ বিএনপির সব কার্যক্রমই বন্ধ হয়ে যায়।

পরে বিএনপির দুই নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাঈদ সোহরাবকে বিএনপি মনোনয়নের চিঠি দিলে আরেক দু¤্রজালের সৃষ্টি হয়। একদিকে আবুল কালাম আজাদ জেলে আরেকদিকে দুই নেতাকে মনোনয়নের চিঠি। সবমিলিয়ে বিএনপি ঝিমিয়ে পড়ে। শুরু করতে পারেনি নির্বাচনী প্রচারনা। দ্বিধাদ্বন্দে পড়ে সাঈদ সোহরাব দলের সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনী প্রচারনা কোনটিতেই মনোনিবেশ করেননি। দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদের জামিনের জন্য আদালতের বারান্দায়ই সময় কাটান বেশি।

গত ৬ ডিসেম্বর আবুল কালাম আজাদ সিদ্দিকী জামিনে মুক্তি পান এবং ওইদিনই বিএনপি তাকে চুড়ান্ত মনোনয়ন দেয়। উজ্জীবিত হয়ে উঠে বিএনপি। বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় দৌরানোর অবসান ঘটে। তারা আবুল কালাম আজাদকে নিয়ে মির্জাপুরে এসে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এখন আদালত থেকে বিএনপি পরিপূর্ণভাবে নির্বাচনী মাঠে প্রচারনার কাজে নেমে পড়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।