অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে পঞ্চগড় জেলা প্রশাসন


পঞ্চগড়ের আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পবিরারদের সহায়তায় পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন।
জানাগেছে, গত ২৭ নভেম্বর দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৩৬ টি পরিবারে শতাধীক ঘর সহ যাবতীয় মালামাল পুড়ে ভুষ্মিভূত হয়। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা ও অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।
আটোয়ারীতে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ওইদিন সন্ধায় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে আসেন লক্ষীপুর গ্রামে। তিনি ওইদিন ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও ৪ টি করে কম্বল বিতরণ করেন।
পরদিন ২৮ নভেম্বর বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি হয়ে স্থানীয় সরকার বিভাগের পঞ্চগড়ের উপ-পরিচালক প্রিয় সিন্ধু তালুকদার উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে শুকনো খাবার, শাড়ী,লুঙ্গী, শিশুদের জন্য স্যুইটার এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই-পুস্তক বিতরণ করেন।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত থেকে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহ্মদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাওন ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওমর আলী , সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বলেন, মনোবল না হারিয়ে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কাজ করুন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে।