মনোনয়ন পেলেন সোহেল হাজারী


টাঙ্গাইল-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমান খান সোহেল হাজারী। রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেয়া শুরু করার পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসান ইমান খান সোহেল হাজারী মুঠো ফোনে ঘটনা সতত্যা স্বীকার করেন বলেন সারাদেশে নৌকার জোয়ার উঠেছে, টাঙ্গাইলে জোয়ার বইছে। আমাদের বিজয় নিশ্চিত।
দলের নেতারা জানিয়েছেন, শনিবার তাদের ফোন করে আওয়ামী লীগ অফিস থেকে চিঠি নিতে বলা হয়। চিঠি নিতে সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন দলের মনোনীত প্রার্থী ও সমর্থকরা। নেতাকর্মীদের পদচারণায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।