পঞ্চগড়ে আখ চাষীদের নিয়ে মতবিনিময় সভা

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮ এএম, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | ৪৪০
পঞ্চগড়ের আটোয়ারীতে আখচাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কিসমত ইক্ষু ক্রয় কেন্দ্রের আয়োজনে ২০ নভেম্বর মঙ্গলবার সন্ধায় ইক্ষু ক্রয় কেন্দ্র চত্বরে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও আখচাষী মোঃ খলিলুর রহমান। আখচাষে কৃষকের লাভবান হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ শাহানুর রেজা।
 
তিনি আখের বর্তমান মূল্য নির্ধারন, আগাম আখচাষ/ এসটিপি বেড স্থাপন বিষয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় চিনিকলের মহা ব্যবস্থাপক (কৃষি মোঃ গোলাম সারওয়ার মোর্শেদ, ডিজিএম (স¤প্রসারন) মোঃ মুজিবুর রহমান, জিএম(অর্থ) মোঃ আতিকুজ্জামান।
 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ,উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন,এসএসিডিও(স¤প্রসারন) আফতাবুজ্জামান(সুজন), সিইসি (অতি: দা:) সেলিম মোর্শেদ,সিডিএ নিপেন্দ্রনাথ রায়।
 
আখচাষীদের মধ্যে আখচাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিশিষ্ট আখচাষী সাজ্জাদ সেলিম, আবুল হোসেন, তছলিম উদ্দীন,খমির উদ্দীন, পশির উদ্দীন প্রমুখ।