প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় তরুণীর আত্মহত্যা

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৫ পিএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ৪৯৪

নাটোরের বড়াইগ্রামে প্রেমিকের সঙ্গে বিয়েনা দেয়ায় সুখী খাতুন (২২) নামে এক বিধাব তরুণী ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার মেরিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতসুখী মেরি গাছ গ্রামের মৃত জোবদুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে সুখীর স্বামী মারা গেলে তিনি একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। সম্প্রতি একই এলাকার বিবাহিত এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি সুখী তার মা ও ভাইদের জানিয়ে তার বিয়ের ব্যবস্থা করতে বলেন।

কিন্তু তারা বিবাহিত যুবকের সঙ্গে বিয়ে দিতে আপত্তি করায় সোমবার সন্ধ্যায় সে সবার অগোচরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে। পরে গোঙানীর শব্দে স্বজনেরা বুঝতে পেরে দ্রæত বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, মঙ্গলবার সকালে নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মা রমেলা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।