টাঙ্গাইলে বাকশিস এর আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:২৯ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৪৩৩

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, অবসর সুবিধা ও কল্যাণ তহবিলে বিশেষ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা শাখা।

১৪ নবেম্বর বুধবার দুপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা শাখার আহবায়ক মো. আজহার আলী মিয়ার সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ হাসান আলী, শহিদুল ইসলাম, শমরেশ চন্দ্র পাল, বাবর আলী তালুকদার, মো. আনোয়ার হোসেন ভ‚ইয়া, মো. সোলায়মান দেওয়ান প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।