একযোগে চার লাখ তাল গাছ রোপনেরউদ্যোগ


প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন এলাকার সর্বত্র চার লাখ বজ্রপাত নিরোধক তাল গাছ রোপনের উদ্যোগ নিয়েছে।
তাল গাছ রোপন কর্মসূচী উদ্বোধন করবেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
আগামী ১৭ অক্টোবরন বেলা সারে এগারটায় একযোগে এ উপজেলায় তালগাছ রোপন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
শুক্রবার আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসের আলোচচনা অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া, মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিকুল ইসলাম খান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী বন্দ উপস্থিত ছিলেন।
ওই দিন উপজেলার ১৪টি ইউনিয়ন একটি পৌরসভায় একযোগে চার লাখ তালবৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান।
কর্মসূচিকে সামনে রেখে গত এক মাসেরও বেশি সময় ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের ছাত্র শিক্ষক, মসজিদের ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই তালবৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করে যাচ্ছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উপজেলায় একযোগে চার লাখ তালগাছ রোপণ করা হবে। একাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।