মির্জাপুরে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে নিহত হলেন হেলপার


টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে কোন পথচারী নয়, নিহত হলেন হেলপার। মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের নিউ এইচ গার্মেন্টস কারখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুর রহমান জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, সকালে ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৭- ৬২১৫) নিউ এইচ গার্মেন্টস কারখানার সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর পিকআপটি সামনে থাকা অন্য একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্য ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে পিকআপটি সরিয়ে নেন। পিকআপের চালক পালিয়ে গেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি এ কে এম কাউসার বলেন পরিচয় নিশ্চিত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।