মাশরাফি বিন মর্তূজা সংঘের জয়

নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৭ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৫১৯
একটি বল একটি গ্রাম নাম তার খামার গাড়াগ্রাম। সারাটি বছর খেলাধুলায় ব্যস্ত থাকে এই এলাকার ক্রীড়াপ্রেমী ছেলে মেয়েরা। তার ফলশ্রুতিতে জাঁকজমক পূর্ন ভাবে খামার গাড়াগ্রাম ব্রাইট ফিউচার স্পোর্টিং ক্লাবের উদ্দ্যোগে প্রথমবার গোল্ডকাপ টুর্নামেন্ট। গতকাল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খামার গাড়াগ্রাম 
 
হাই স্কুল মাঠে খেলার উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য, নীলফামারী ৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন।
 
এসময় আরো উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ ইংলিশ বিভাগের সভাপতি মেহেদী আযম গ্লাড, খামার গাড়াগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ, হোসেন কোচিং সেন্টারের পরিচালক শাহরিয়া হোসেন মন্জুরুল, রংপুর জর্জ কোটের মোহরি ফরহাদ হোসেন প্রমুখ। 
 
এ খেলায় পরস্পর মোকাবেলা করেন স্বাগতিক মাশরাফি বিন মর্তূজা ক্রীড়া ও সামাজিক যুব সংঘ বনাম আনোয়ার মারী স্পোর্টিং ক্লাব। নিদিষ্ট সময়ে ০২-০২ গোলে সমতা হলে ট্রাইবেকারের মাধ্যমে স্বাগতিক মাশরাফি বিন মর্তূজা ক্রীড়া ও সামাজিক যুব সংঘ ০৩-০২ গোলের ব্যবধানে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ মাশরাফি বিন মর্তূজা ক্রীড়া ও সামাজিক যুব সংঘের প্রান্ত।
 
এমএমআর/মোসফিকুর রহমান