কূটনীতিকদের ব্রিফ

গ্রেনেড হামলার সরাসরি নির্দেশনায় ছিলেন তারেক রহমান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৬ পিএম, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | ৪৪৪
ফাইল ছবি

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আদালতের রায় নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে সরকার। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর বিভিন্ন বিষয় নিয়েও কূটনীতিকদেরকে আশ্বস্ত করা হয়েছে।

রবিবার (১৪ অক্টোবর) ঢাকার কূটনীতিকদের এক ব্রিফিংয়ে তাদের এ আইনের বিষয়ে অবহিত করা হয়েছে।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ব্রিফিংয়ের বিষয়ে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে বলা হয়, ২০০৪ সালের  একুশ আগস্ট বিএনপি সরকারের আমলে সে সময়ের বিরোধীদল আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। জনসভায় উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় নিহত হন ২৪ জন নেতা-কর্মী। গ্রেনেড হামলার পরিকল্পনা ও সরাসরি নির্দেশনায় ছিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

১৪ বছর পর গ্রেনেড হামলা মামলা তদন্ত শেষে আদালতে রায়ে দোষীদের এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে কূটনীতিকদের বলা হয়, বর্তমান  শেখ হাসিনার সরকারের মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো ধরনের ইচ্ছা নেই। সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তা অধিকার দেওয়ার লক্ষ্যেই এ আইন প্রণয়ন করা হয়েছে।