বিএনপিকে ক্ষমতায় বসানোর ঐক্যে নেই বিকল্পধারা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৮ এএম, রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | ৪৪৯

বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো ঐক্য প্রক্রিয়ায় আমরা যুক্ত হব না। তাদের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো বৈঠকে বসবে না বিকল্পধারা।

তিনি বলেন, আমরা ভারসাম্যের রাজনীতি চাই। কোনো একক দলের আধিপত্য নয়। এ দুটি বিষয়ে বিএনপির সঙ্গে একমত হতে পারিনি।

গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সাবেক রাষ্ট্রপতি.বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সে শর্ত মানেনি। সে কারণেই তারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।

মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ করে জাতীয় সংসদে ভারসাম্যের ভিত্তিতে স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা বিএনপির পক্ষ থেকে না আসা পর্যন্ত শুধু বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য বিকল্পধারা দেশে কোনো চক্রান্তের সঙ্গে সম্পৃক্ত হবে না। এ জন্য জাতীয় ঐক্যের নামে বিএনপির সঙ্গে কোনো বৈঠকে বসে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ বিকল্পধারা দেবে না।

বিকল্পধারার মাহী বি চৌধুরী অভিযোগ করেন, ঐক্য প্রক্রিয়া বিনষ্ট করার চক্রান্ত চলছে। আজকের দুঃশাসনের হাত থেকে জাতির মুক্তির জন্য আমরা অনেক দিন থেকে প্রচেষ্টা চালিয়ে আসছি। জেএসডি এবং নাগরিক ঐক্যকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করি। পরে ড. কামাল হোসেনের ঐক্য প্রক্রিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কিছু দাবি ও লক্ষ্য নিয়ে বৃহত্তর ঐক্যের একটি প্রক্রিয়া শুরু করি।

মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে ঐক্য প্রক্রিয়ার আপত্তি থাকলেও আমরা তার পক্ষে শক্ত অবস্থান নিই এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বৃহত্তর ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করি।

বিএনপির সঙ্গে ঐক্য প্রক্রিয়া সম্প্রসারণে বিকল্পধারা সব সময়ই সচেষ্ট ছিল। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল বা ব্যক্তিদের বাদ দিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিকল্পধারা অনড় ভূমিকা পালন করে।

একই সঙ্গে বিকল্পধারা জাতীয় সংসদে কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে স্বেচ্ছাচারী সরকারের হাত থেকে রক্ষার জন্য ভারসাম্যের বিষয়টিকে আলোচনায় নিয়ে আসে। কোনো একটি নির্দিষ্ট দলকে একক সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য বৃহত্তর ঐক্য প্রক্রিয়া প্রতিষ্ঠা হলে জনগণের স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা হবে।