ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে মানববন্ধন


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আখতারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরিফ প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিভিন্ন নারী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।