ডমপস্ এর উদ্যোগে শ্রেষ্ঠ কাব স্কাউট লিডার এহছানকে সংবর্ধনা

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৫০২
চকরিয়া ডমপস্ এর আয়োজনে চকরিয়া উপজেলা শ্রেষ্ঠ কাব স্কাউট এহছানুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা প্রদান করেন।
 
২২সেপ্টেম্বর চকরিয়া শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্ট কনভেনশন হলে সামাজিক সংগঠন ডমপস্ এর চেয়ারম্যান গিয়াসউদ্দিন গাজী এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাঃ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কক্সবাজার জেলা শাখার প্রেসিডেন্ট সাংবাদিক এম, জুনাইদ উদ্দিন, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাঃ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি আব্দুল হামিদ ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি এম, রিদুয়ানুল ইসলাম।
 
জানা যায়, চকরিয়া উপজেলা নির্বাহ অফিসারের নেতৃত্বে উপজেলা শিক্ষা কমিটি গত ১৬ সেপ্টেম্বর ১৮ ইং তারিখ চকরিয়া উপজেলা কাব স্কাউট ১৪১ কাব স্কাউট লিডার থেকে শ্রেষ্ঠ কাব স্কাউট হিসেবে ঘোষণা দেন কক্সবাজার জেলা কাব স্কাউট এর যুগ্ম সম্পাদক ও চকরিয়া পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহছানুল ইসলাম। 
 
ডমপস্ এর চেয়ারম্যান গিয়াসউদ্দিন গাজী বলেন, আমাদের এ সংগঠনটি অরাজনৈতিক ও সেবামূলক। শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, চিকিত্সাসেবা, কর্মসংস্থান ও পুনর্বাসনের সুপরামর্শ, কারিগরি ও আর্থিক সাহায্য–সহযোগিতা প্রদানের মাধ্যমে নৈতিক, মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিতে আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য চকরিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, দেশের বিভিন্ন স্কুল কলেজ  শিক্ষার্থীদের ভর্তি হতে সার্বিকভাবে সহায়তা দেওয়া ও অধ্যয়নরত শিক্ষার্থীদের মানসিক, আর্থিক ও কর্মসংস্থানের সুপরামর্শ দেওয়া।
 
প্রকৃতপক্ষে সমস্যা থেকেই স্বপ্ন দেখা শুরু হয়। উচ্চশিক্ষা গ্রহণে এলাকার কোনো শিক্ষার্থী যেন সহযোগিতার অভাবে বিশ্ববিদ্যালয়ের বৃহৎ জ্ঞান থেকে বঞ্চিত না হয়, এটাই আমাদের লক্ষ্য। সেই সঙ্গে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী যেন সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রচেষ্টা থেকে বিচ্যুত না হন, এটাও আমরা খেয়াল করি। কোনো কারণে যেন তাঁরা মাঝপথে এসে ঝরে না পড়েন কিংবা হতাশ না হন, সে বিষয়ে তাঁদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতাও দেওয়া হবে।