নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন- একাব্বর হোসেন এমপি

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩ পিএম, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ | ৫৮৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদয়ি স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন। দেশে যখনই নৌকার বিজয় হয়েছে তখনই উলে­খযোগ্য উন্নয়ন হয়েছে।

তিনি রোববার সকালে মির্জাপুর শহর অংশে লৌহজং সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমূল এহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক শামিম আল মামুন প্রমুখ।

এমপি একাব্বর হোসেন বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তাদের দেশের মানুষ এর সুফল ভোগ করছে। আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে সর্বক্ষেত্রে আরো উন্নয়ন করা হবে।

মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদে যাওয়ার রাস্তায় বারখালি ব্রীজের পাশেই জনসাধারণের সুবিধার্থে ১৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে লৌহজং সেতুটি নির্মিত হবে। সেতুটির ৯৪.২৭৪ মিটার দৈর্ঘ্য, ১০.২৫ সিটার প্রস্থ্য। নির্মাণ সময় দেয়া হয়েছে ১৮ মাস বলে মির্জাপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকেওশলী ইমরান ফারহান সোমেল জানিয়েছেন।