মির্জাপুরের পৌর মেয়রের উদ্যোগে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯ পিএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭ | ৪৯৮

টাঙ্গাইলের মির্জাপুরের পৌর মেয়রের উদ্যোগে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গাদের ক্যাম্পে ২লাখ টাকা এবং ত্রাণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে এ ত্রাণ বিতরণ দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। জানা যায়, প্রায় ৪০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ৫০০টাকা করে দেয়া হয় এবং ৩ লক্ষ টাকার বিভিন্ন ঔষধ দেয়া হয়।

চিড়া, গুড়, মুড়ি, শুকনা খাবারও বিতরণ করা হয়। সে সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, পৌর-সচিব মোঃ আব্দুল হাই, কাউন্সিলর এস. এম. রাশেদ, আমিরুল কাদের লাবন, মোঃ সাজু মিয়া, শহিদুর রহমান শিপন, মোঃ আনোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর আফরোজা বেগম ও ইঞ্জিনিয়ার শেখ মনজুর হোসেন, উপ-সহকারি ইঞ্জিনিয়ার বাবুল হোসেন, হিসাব রক্ষক আবুল হাসনাত, মোঃ রিপন মিয়া প্রমুখ।

এ বিষয়ে পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। মানবিক দিক থেকে চিন্তা করে রোহিঙ্গা মুসলমানদের দূরবস্থা দেখেই বর্তমান সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জায়গা দিয়েছে।

আমি মনে করি বর্তমান সরকার রোহিঙ্গাদের নিজ বাসস্থান ফিরিয়ে দেয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।