পঞ্চগড়ে বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উৎযাপন


১৫ সেপ্টেম্বর শনিবার বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষ পূর্তি উৎযাপন করা হয়।
দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার তৃতীয় বর্ষপূর্তী উপলক্ষে পঞ্চগড় জেলা প্রতিনিধি মো: শাহজাহান অালী সোহেল’ র সভাপতিত্বে পঞ্চগড় অাফছার প্লাজা হইতে চৌড়ঙ্গী মোড় পর্যন্ত র্যালী হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি- রাশেদুজ্জামান রাশেদ, অাজকালের খবর পত্রিকার প্রতিনিধি- লিহাজ উদ্দীন, সময় টেলিভিশন পঞ্চগড় প্রতিনিধি- অাব্দুর রহিম, পল্লী টিভি পঞ্চগড় প্রতিনিধি- হারুন অর রশিদ, ৭১ টিভির প্রতিনিধি- রফিকুল ইসলাম, ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি-দবিরুল ইসলাম, ডেইলী প্রেজেন্টস টাইম, সাঈফ জামিল, মুক্ত জমিন পত্রিকার প্রতিনিধি অালাল সরকার, কালবেলা পত্রিকার প্রতিনিধি সম্রাট হোসাইন, দেশকাল পত্রিকার প্রতিনিধি-ইনসান সাগরেদ, সাইদুজ্জামান রেজা, তোফাজ্জল হোসেন তোতা, সুকুমার দাস বাবু, রেদোয়ানুর সহ পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন।