ধর্ষনের গুজব ছড়িয়ে যুবক হত্যা, গ্রেফতার ১


টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষনের ছড়িয়ে সবজি বিক্রেতা শাহিন হত্যার এত সপ্তাহ পর মামলার এজাহারভূক্ত আসামী মিলন (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে গাজীপুরের নুহাস পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিলন মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে।
৬ বছরের এক শিশুকে ধর্ষনের গুজব ছড়িয়ে মাঝালিয়া গ্রামের কয়েকজন যুবক গত ৭ সেপ্টেম্বর রাতে সবজি ব্যবসায়ী শাহীনকে বিচারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
নিহতের স্ত্রী রেহানা বেগম ঘটনার দুইদিন পর রবিবার রাতে মির্জাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহম্মদ আলীসহ ২৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত মিলন ১৩ নম্বর আসামী বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ নাছিম নিশ্চিত করেছেন।