আলোকিত হলো প্রতিবন্ধী মিনহাজ উদ্দিনের বাড়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮ | ৮২৬

মো. মিনহাজ উদ্দিন। সে একজন শারিরকী প্রতিবন্ধী। দীর্ঘদিন যাবত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না মিনহাজ উদ্দিন। আগে সে দিন মজুরের কাজ করে কোন রকম সংসার চালাতো। কয়েক বছর আগে পড়ে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তার পর সে আর স্বাভাবিকভাবে চলতে পারে না।

প্রতিবন্ধী ভাতা ও স্কুল পড়ুয়া ছেলের আয়ের টাকা দিয়ে কোন রকম চলে তার সংসার। এই অবস্থায় নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়া ছিলো খুবই কষ্টকর বিষয়। তার এমন অবস্থা দেখে বিনামূল্যে ও কোন প্রকার জামানত ছাড়া তাকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি টাঙ্গাইল জেলা শাখা।

প্রধানমন্ত্রী’র শতভাগ বিদ্যুৎ প্রকল্পের আওয়াতায় পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগিতায় ৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে তাকে এই সংযোগ দেওয়া হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছোনাট উত্তর পাড়া গ্রামের মৃত মো. আমজাদ হোসেনের ছেলে। নতুন সংযোগ পেয়ে খুশি মো. মিনহাজ উদ্দিন।

তিনি বলেন, আমি দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ ছাড়া ছিলাম। নতুন সংযোগ নেওয়ার মতো আমার কোন সামর্থ্য ছিলো না। পল্লী বিদ্যুৎ সমিতি টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সহযোগিতায় আমি বিদ্যুৎ সংযোগ পেয়েছি। আমাকে বিনামূল্যে নতুন সংযোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি টাঙ্গাইল জেলা কার্যালয়ের এজিএমএস আমিনুল ইসলাম আনু বলেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিতে শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার নিজের উদ্যোগে অফিস থেকে কর্মচারী পাঠিয়ে ডিজাইন করে আজ শুক্রবার খুটিসহ তাকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হল। তার সাথে অপর একজনকেউ বিনামূল্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এই সংযোগ দেওয়ার সময় উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুৎ সমিতির এজিএমএস আমিনুল ইসলাম আনু, প্রকৌশলী দিরাজ মোহন সরকার, ঠিকাদার আব্দুল্লাহ আসিব খান শেলী, মো. মাসুদুর রহমানসহ জেলা পল্লী বিদ্যুত সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।