‘শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এর মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার’

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৫১ পিএম, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮ | ৪১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এর মান উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। বিশ্বের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেয়া হয়।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া হলের নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ ও জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা খুব পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই সাথে আমরা চাচ্ছি যে, আমাদের শিক্ষার মান উন্নত হোক। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে, শিক্ষায় যে খরচ আমরা করি সেটা কোনো ব্যয় না, সেটা বিনিয়োগ। পৃথিবীর মধ্যে বোধ হয় সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষা দেয়া হয়ে থাকে বাংলাদেশে। শতভাগ খরচ সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। এর মর্যাদাটাও তাদেরকে দিতে হবে। উচ্ছৃঙ্খলতা কখনো গ্রহণযোগ্য না।’

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।